Last Updated: Monday, January 13, 2014, 20:08
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পেলেন মাইকেল ডগলাস। ৭১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টেলিভিশন মিনিসিরিজ বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ডগলাস। টিভি কমেডি সিরিজ পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন অ্যামি পোয়েলর। মোশন পিকচার কমেডি বিভাগেও আমেরিকান হাসল ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অ্যামি। রবিবার বেভরলি হিলসে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসর।